নিজস্ব প্রতিনিধি
লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। পারিবারিক কারণে নিজেকে ‘গৃহবন্দি’ করেছিলেন এই চিত্রনায়িকা। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। সংসার সুখের হলেও অশান্তি ছিল পরিবারে। কারণ চিত্রনায়িকা পপির এটি প্রথম বিয়ে হলেও ব্যবসায়ী আদনানের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে আদনানের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে।
তাই পরিবারের চাপে পপিকে প্রকাশ্যে আনতে পারেননি আদনান। বিয়ের পর থেকেই আদনানের পরিবার পপিকে মেনে নেয়নি। এখনও মেনে নিয়েছে কি না সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পপির পালক মা এখন মিডিয়াতে এসে জামেলা করছেন, স্বার্থের জন্য তিনি এখন পুরো মিডিয়া জুড়ে তাণ্ডব শুরু করেছেন পপি শেষ মেষ মিডিয়ার কাছে এসে সব তথ্য প্রকাশ করলেন অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন পরিবারের বিরুদ্ধে।
আপনার মতামত লিখুন :