সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিলেট,


dainikbanglaamar প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ন /
সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিলেট,

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটে সিক্সে সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আজ সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত, এখানে উপস্থিতি ছিলেন কয়েকজন বিশিষ্ট সাংবাদিক রানা হোসেন ,রিপোর্টার লাকি আহমেদ,ও সময় টিভির সম্পাদক জামান আহমেদ,
আর বিশেষ অতিথি ছিলেন বাংলা আমার পএিকার সম্পাদক ফারজানা আক্তার,
মাঠ পর্যায়ে খেলাটি এলাকার যৌবক ফারহান হোসেন ও জুম্মান আয়োজন করেন এবং তার সাথে আছে লন্ডন প্রবাসী মহিবুল হাসান রুম্মান, এবং রিপন, খেলাটি ১দিনের ম্যাচ এবং একদিনেই সম্পন্ন হয়,
সেখানে ২টি পুরস্কার কুপন দুই দলের মাঝে বিতরন করা হয়। একটি ছিলো প্রথম পুরস্কার হিসাবে ১০ হাজার টাকার কুপন, ২য় পুরস্কার হিসাবে ছিলো ৫হাজার টাকার কুপন, সাংবাদিক ফারজানা কে তারা সম্মাননা হিসাবে একটি ক্রেস উপহারদেন,তাদের এই ক্রিকেট টুর্ণামেন্টের অনুষ্ঠান সন্ধ্যা ৬টায় শেষ করা হয়।

Blog বিভাগের আরো খবর

আরও খবর